অবৈধ পথে ভারত যাওয়া-আসার সময় নারীসহ আটক পাঁচ

অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়া ও আসার সময় এক নারীসহ পাঁচজনকে আটক করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। আজ শুক্রবার (৪ অক্টোবর) সাতক্ষীরার পদ্মশাখরা ও হিজলদী সীমন্তে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

অবৈধ পথে ভারত যাওয়া-আসার সময় নারীসহ আটক পাঁচ

অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়া ও আসার সময় এক নারীসহ পাঁচজনকে আটক করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। আজ শুক্রবার (৪ অক্টোবর) সাতক্ষীরার পদ্মশাখরা ও হিজলদী সীমন্তে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সাতক্ষীরা সদরের পদ্মশাখরা এলাকার মো. জসিম উদ্দিন (৩৮), সদরের ভোমরা লক্ষিদাঁড়ী এলাকার বিলাল হোসেন (২৩), একই এলাকার মো. শামসুজ্জামান(৩৯), শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মৌসুমী (৩৪), ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার রুদ্রবানা গ্রামের মো. মামুন (৩৩)।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, হিজলদী বিওপির একটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার হতে বাংলাদেশের অভ্যন্তরে সুলতানপুর মাঠে ভারত থেকে দেশে অবৈধ প্রবেশের সময় এক নারীসহ দুজন বাংলাদেশিকে আটক করে। অপর একটি অভিযানে পদ্মশাখরা বিওপির সীমান্তে একটি শ্মশান থেকে আরও তিন জনকে আটক করা হয়। তারা অবৈধভাবে ভারতে যাচ্ছিল।

আটকদের বিরুদ্ধে বিনা পাসপোর্টে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে সাতক্ষীরা সদর থানায় মামলা ও সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।