ছাত্র হত্যা মামলায় ওলামা লীগনেতা ফয়েজ গ্রেপ্তার
সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হৃদয় আহমেদকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি ওলামা লীগনেতা ফয়জুল ইসলাম ফয়েজকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে সাভারের আমিনবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হৃদয় আহমেদকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি ওলামা লীগনেতা ফয়জুল ইসলাম ফয়েজকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে সাভারের আমিনবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) নূর আলম জানান, ফয়জুল রহমান ফয়েজ (৩৫) সাভারের আমিন বাজার ইউনিয়নের নরসিংহপুর এলাকার বাসিন্দা। সে আমিন বাজার ইউনিয়ন ওলামা লীগের সভাপতি।
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভারের থানা রোডে মুক্তিমোড়ে বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হন হৃদয় আহমেদ। গুরুতর অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট সকালে তিনি মারা যান। এ ঘটনায় ৩১ আগস্ট নিহত হৃদয়ের বাবা রাজু আহম্মেদ বাদী হয়ে সাভার মডেল থানায় ১১৭ জনের নাম উল্লেখসহ ২০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি ওলামা লীগনেতা ফয়েজ।
এসআই নূর আলম বলেন, আজ শুক্রবার বিকেলে সাভারের আমিন বাজার এলাকায় অভিযান চালিয়ে ফয়জুল ইসলাম ফয়েজকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা ও ৬ আগস্ট ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাট ও অগ্নিসংযোগের মামলা রয়েছে।